হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা
হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবিরের মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।