যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে
প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত সরকার। মোদি সরকারের এ সিদ্ধান্ত নির্দেশ করছে, নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য যুদ্ধ এড়িয়ে চলতে চাইছে নয়াদিল্লি।