Web Analytics

বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বিএনপি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বসুপতি চাকমার খোঁজ নিতে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাঙামাটির দুর্গম মগাইছড়ি গ্রামে যান। তারেক রহমানের নির্দেশে রিজভী সেখানে উপস্থিত হয়ে চিকিৎসার জন্য ২ লাখ টাকার অনুদান দেন—এক লাখ ‘আমরা বিএনপি পরিবার’ এবং এক লাখ জেলা বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি মগাইছড়ির রাস্তাঘাট উন্নয়নের অভাব নিয়েও কথা বলেন তিনি এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবি তোলেন।

09 Jul 25 1NOJOR.COM

বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বিএনপি। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত বসুপতি চাকমার খোঁজ নিতে বুধবার রিজভী রাঙামাটির দুর্গম মগাইছড়ি গ্রামে যান।

নিউজ সোর্স