আর্কটিকের নতুন রুটে চীন থেকে পণ্য যাবে ইউরোপে
বরফাচ্ছন্ন আর্কটিক সাগরের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে কয়েক বছর ধরে সীমিত গন্তব্যভিত্তিক কনটেইনার শিপিং পরিচালিত হয়ে আসছে। এবার রুটটি পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে যাচ্ছে। প্রথমবারের মতো এ পথে নিয়মিত পরিষেবা চালু করতে যাচ্ছে একটি চীনা অপারেটর, যার আওতায় থাকবে একাধিক দেশের বন্দর। খবর হাই নর্থ নিউজ।