Web Analytics

গাজায় সরাইলের মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্থানীয়া এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীরা গাবতলা মসজিদ থেকে মিছিল শুরু করে বিভিন্ন গ্রোসারি শপ ঘুরে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও ফেস্টুন বিতরণ করেন। দোকানদারদের আহ্বান জানানো হয়- ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দেশীয় পণ্যে মনোযোগ দেওয়ার জন্য। অনেক দোকানি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের দোকানে থাকা ইসরাইলি পণ্য বের করে এনে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করেন। তারা বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ; নারী, পুরুষ, শিশু সব বয়সি মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন মিছিলে। ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে বলে জানান।

09 Apr 25 1NOJOR.COM

তোমার টাকায় ইসরাইল যেন গাজায় বোমা না ফেলে: বিক্ষোভকারীরা

নিউজ সোর্স

তোমার টাকায় ইসরাইল যেন গাজায় বোমা না ফেলে: বিক্ষোভকারীরা

গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় জনগণ, মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল- ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।