Web Analytics

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়াতে রোববার থেকে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, রমজান মাস আত্মসংযম সাধনার মাস। মুসলিম উম্মাহ পরম করুণাময় রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে আত্মনিবেদিত রাখেন। তিনি বলেন, সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। তারেক রহমান সুখ ও শান্তির জন্য দোয়া করে বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

Card image

নিউজ সোর্স

রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (রোববার) থেকে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।