জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। জাতিসংঘে মার্কিন অনুদানের বিষয়টিও পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। এ ছাড়া ইউনেসকোর সঙ্গেও সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।