প্রাধান্য পাবে আগামী সংসদ নির্বাচন আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। এতে নির্বাচনের একটি প্রাথমিক রোডম্যাপ তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনকে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেবেন তিনি। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলসহ অংশীজনের জন্যও বার্তা থাকবে এ ভাষণে। এছাড়াও প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের এক বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরবেন। জানাবেন জুলাই গণহত্যার বিচারের সর্বশেষ অগ্রগতি।