গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি, যা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজনীতি নিষিদ্ধ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে। ছাত্র অবস্থায় কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার অঙ্গীকার করলে, তবেই সেখানে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। এসব অঙ্গীকার ভঙ্গ করে এবং নিয়ম নীতির তোয়াক্কা না করেই গণ বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যকে নিয়ে ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।