‘অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক’
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি টেকসই শিল্পায়ন ও বাণিজ্য প্রসারে বিএবি ও সংশ্লিষ্টদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, জিডিপি ও কর্মসংস্থানে এসএমই খাত গুরুত্বপূর্ণ হলেও তা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা দরকার। আন্তর্জাতিক বাজারে প্রবেশে অ্যাক্রেডিটেশনের গুরুত্বও তিনি তুলে ধরেন।
এসএমই খাতের উন্নয়নে আন্তরিক অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা ইউনূস
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক।