ইঞ্জিন বিকলে তীব্র শিডিউল বিপর্যয়, বিঘ্নিত রেলসেবা
আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ইঞ্জিন বা লোকোমোটিভের সংখ্যা। দৈনিক চাহিদার দুই-তৃতীয়াংশ সরবরাহও মিলছে না। আবার সরবরাহ পাওয়া ইঞ্জিনগুলোয় রয়েছে ত্রুটি। তাই তীব্র শিডিউল বিপর্যয়ে রয়েছে রেলের গুরুত্বপূর্ণ সেবা অঞ্চলটি। এতে পথিমধ্যে ঘণ্টার পর ঘণ্টা ট্রেন আটকে থাকা, বিলম্বে যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি ট্রেনের যাত্রা বাতিলের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে।