ইত্তেফাক
18 Jan 25
The Chief Advisor’s Press Wing has sought citizens’ opinions on the July Declaration.
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে নাগরিকদের অভিমত চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মাধ্যমে যেকেউ অভিমত পাঠাতে পারবেন। এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।