নার্সের সঙ্গে ত্রিমুখী প্রেম, পিএসের হাতেই খুন হন ডা. আমিরুল: নাটোর এসপি
নাটোরে চাঞ্চল্যকর ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যার তদন্তের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি বলেন, হাসপাতালের একজন নার্সের সঙ্গে ডা. আমিরুল ও ব্যক্তিগত সহকারী আসাদের ত্রিমুখী প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরেই ব্যক্তিগত সহকারী আসাদের হাতে খুন হন ডা. আমিরুল।