Web Analytics

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন কৃষি গুচ্ছভুক্ত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে। আগামী ৩ জানুয়ারি এই সার্ভিস চালু থাকবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১১টা, দুপুর ১২টা ও দুপুর ১টায় দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাস থেকে তিনটি ট্রিপে বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো পরীক্ষার্থীদের গন্তব্যে ফিরিয়ে দেবে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া তৃতীয়বারের মতো চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’। ভর্তি পরীক্ষাসংক্রান্ত আসনবিন্যাস ও তথ্য সহায়তার জন্য স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় হেল্প ডেস্ক, আর আইসিটি সেল পরিচালিত হেল্প ডেস্ক অ্যাডমিট কার্ড বা প্রযুক্তিগত সমস্যায় সহায়তা দেবে।

02 Jan 26 1NOJOR.COM

৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাকৃবিতে বিশেষ বাস সার্ভিস চালু

নিউজ সোর্স

বাকৃবিতে স্পেশাল বাস সার্ভিস চালু | আমার দেশ

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৫: ০১আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৫
প্রতিনিধি, বাকৃবি
আগামীকাল ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ কৃষি