গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালকের মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সী (২৮) বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে ঢামেকে মারা গেছেন। রমজান চৌরঙ্গী কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫। এর আগে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার নিহত হন। পরিস্থিতি থমথমে; সেনা মোতায়েনসহ কারফিউ আংশিক শিথিল করা হয়েছে। নতুন করে আরও ২০ জনকে আটক করা হয়েছে, মোট আটক ৪৫ জন।
গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজানের মৃত্যু, নিহত বেড়ে ৫।
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।