তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা
বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সরাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। বিকাল সাড়ে ৫টায় তিনি আমার দেশকে বলেন, আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশন ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীরা রেলপথ ছাড়লে ট্রেন চলাচল আবার শুরু হবে।