ঐক্যবদ্ধভাবে সব প্রতিকূলতা মোকাবিলা করতে হবে: তারেক রহমান
মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, যে ষড়যন্ত্র ছিল জনগণ, গণতন্ত্র ও দেশের বিরুদ্ধে- সেই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এটি শুধু কথার কথা না। এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না, আমরা বা আমাদের বক্তব্যের প্রতি মানুষ যাতে আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এ রকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে পাক খাচ্ছে, গড়ে উঠছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে।