রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত: নির্মলা সীতারমণ
ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় একটি সংবাদমাধ্যমের সম্পাদক রাহুল জোশিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নির্মলা সীতারমণ বলেন, ‘রুশ জ্বালানি তেল হোক বা অন্য যেকোনো কিছুই হোক, গোটা বিষয়টিই নির্ভর করবে দাম, লজিস্টিকস বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ভিত্তিতে কোনটি আমাদের প্রয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ, তার ওপর। আমরা কোথা থেকে জ্বালানি তেল কিনব, সেটিও নির্ভর করবে আমাদের প্রয়োজনীয়তার ওপরেই, বিশেষ করে যখন এর সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সম্পর্কটি জড়িত।’