অস্থিরতার যুগে বিচার বিভাগই হতে পারে জাতির ভরসা: প্রধান বিচারপতি | আমার দেশ
স্টাফ রিপোর্টার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অস্থিরতার যুগে বিচার বিভাগের স্থিরতা, সংযম, সততা ও সাহস এ চারটি গুণই জাতির স্থিতিশীলতার সবচেয়ে স্থায়ী ভরসা হয়ে উঠতে পারে। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। সংবিধান নির্ব