গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ নিয়ে যা জানাল মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলাকালীন ইসরাইলের সামরিক আইনজীবীরা যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপনের মতো প্রমাণ থাকার বিষয়ে সতর্ক করেছিলেন বলে গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করেছিল। ওই অভিযান পরিচালিত হয়েছিল মূলত মার্কিন অস্ত্রের ওপর নির্ভর করে। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচ কর্মকর্তা, যাদের বক্তব্যের ভিত্তিতে বিশেষ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।