ইলন মাস্কের স্টারশিপ তৃতীয়বারও ব্যর্থ, এখন কী হবে
তৃতীয়বারের পরীক্ষায়ও ব্যর্থ হলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ মহাকাশযান। গত ২৭ মে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উৎক্ষেপণকেন্দ্র থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটটি পরীক্ষামূলকভাবে উড়ে যায়। জানুয়ারি ও মার্চে দুটি মিশন ব্যর্থ হওয়ার পর এ ধাপে স্পেসএক্স স্টারশিপ মিশনে সাফল্য আসবে বলে অনেক উচ্চাশা ছিল। খবর বিবিসির।