‘জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে’
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, দেশের পরিস্থিতি এবং কতিপয় নামধারী বুদ্ধিজীবীর কথাবার্তার দিনদিন অবনতি হচ্ছে। জুলাই সনদের আইনি কোন ভিত্তি না থাকায় জুলাই অভ্যুত্থানকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অচিরেই কতিপয় স্বার্থান্বেষী এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে তিনি মন্তব্য করেন।