কিশোরগঞ্জে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুজ্জামান চন্দনের পক্ষের আশিক নিহত ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত চারজন আহত হন। নিহতের মা রিতা বেগম বলেন, "আমার ছেলেকে যারা অকারণে মেরে ফেলেছে তাদের বিচার আল্লাহর কাছে চাই। আর মামলার করলেতো টাকা দিলেই সব শেষ। বিচার আর হয় না।"
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আশিক খাঁ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।