গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন
নারী শ্রমিকের মৃত্যুর জেরে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় একটি গাড়িতে আগুন দেয় তারা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে আশপাশের অর্ধশতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়। সোমবার সকালে ৮টার দিকে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।