ঈদের দিনও বাড়ি ফিরছে মানুষ
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও কুরবানি করে প্রিয়জনের কাছে যেতে গ্রামের উদ্দেশে ছুটছেন অনেক নগরবাসী। পরিবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের এ ছুটে চলা।
অনেক নগরবাসী ঈদুল আজহা নামাজ ও কুরবানি শেষে পরিবারসহ গ্রামের উদ্দেশে যাত্রা করছেন। উত্তরা ও আব্দুল্লাপুর বাসস্ট্যান্ডে যাত্রীরা কম চাপ ও সহজ যাত্রার কথা জানালেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় নির্ধারিত ভাড়া বজায় থাকলেও কেউ কেউ ছাড়ও দিয়েছেন, যা অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রচলিত প্রবণতাকে রোধ করেছে। কামরুল হাসানসহ যাত্রীরা সাশ্রয়ী টিকিট ও সময়মত যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও ঢাকার মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন।
ঈদের দিনে কম যাত্রী চাপের মাঝে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও কুরবানি করে প্রিয়জনের কাছে যেতে গ্রামের উদ্দেশে ছুটছেন অনেক নগরবাসী। পরিবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের এ ছুটে চলা।