ইনকোর্সে নম্বর পেতে হলে মানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পেতে হলে ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়েছে, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ক্লাসে উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষার ওপর ভিত্তি করে। এই দুইয়ের কোনো একটির নম্বর না থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না। শনিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।