Web Analytics

বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান। তিনি বলেন, যারা ব্যবসা করেন, ব্যবসা বোঝেন এবং বিজিএমইএকে সময় দেবে তাদেরকে নিয়ে আমরা ফোরাম গঠন করেছি। ফোরাম নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত। ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএকে যেন আর কেউ চোরাবালিতে নিয়ে যেতে না পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

Card image

নিউজ সোর্স

বিজিএমইএকে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে চাই: মাহমুদ হাসান

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান।