ড. ইউনূসকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান ফখরুলের
শক্ত হাতে সরকার পরিচালনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন করে গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার-সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেখানে বসে অপতৎপরতার পরিকল্পনা ও চক্রান্ত করছেন। কি করে এই গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায় এবং একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায় সেই চেষ্টা চালাচ্ছেন। তারই চক্রান্ত হিসেবে আজকে আমরা দেখছি বিভিন্নভাবে ও বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে।’