কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতা পদত্যাগ করেছেন।
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক আলী রায়হান জোহান বলেন, কমিটি গঠনের পর থেকেই জেলা কমিটির দায়িত্বশীলদের মাঝে নানাবিধ অন্যায় দুর্নীতির অভিযোগ ওঠে। জেলা কমিটির পদাধিকার বা লিয়াজু করার বলে কয়েকজন অবতীর্ণ হয় স্বৈরাচারী ভূমিকায়। যে বা যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাকেই করা হতো বহিষ্কার। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল জেলা সদস্য সচিব ফয়সাল প্রিন্সের বিরুদ্ধে বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে বিভিন্ন অফিসে দরখাস্ত করা এবং অন্যান্য অনিয়ম ও অসাংবিধানিক কার্যকলাপ নিয়ে কথা বলতে যাওয়া হলে এর বিরুদ্ধে সদস্য সচিব ফয়সাল প্রিন্স ও আহ্বায়ক মো. ইকরাম হোসেন এর কোন রেসপন্স আমরা পাইনি। এর আগেও বীজ গুদাম কেলেঙ্কারিতে দুইজন ও বাজারের ইজারাতে আহ্বায়কের নামে আসে। তদন্তের কথা থাকলেও উল্টো অভিযোগকারীদের বহিষ্কার করা হয়েছে।
দায়িত্বশীলদের মাঝে নানাবিধ অন্যায় দুর্নীতির অভিযোগ, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতার পদত্যাগ
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ নেতা পদত্যাগ করেছেন।