তিস্তায় পানি বেড়ে কাউনিয়ায় তলিয়ে গেছে বাদাম খেত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পদক্ষেপ হিসেবে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় অনেক জমির উঠতি বাদাম খেত পানির নিচে তলিয়ে গেছে। চরের কৃষকরা নৌকা নিয়ে জমি থেকে বাদাম তুলতে হিমশিম খাচ্ছেন। চাষি আনারুল ইসলাম বলেন, আমি ১৫০ একর জমিতে বাদাম চাষ করেছি। এখন পর্যন্ত এক-তৃতীয়াংশ বাদাম তুলতে পেরেছি। বাকি বাদাম খেত তিস্তার পানিতে ডুবে গেছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।