Web Analytics

সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তৃতা দিলে ও পত্রিকায় কলাম লিখলে জীবননাশের হুমকি দেওয়া হতো। তিনি বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে বাসায় যাওয়ার পর তৎকালীন ঢাবি উপাচার্যকে বাসায় এসে সরকারের বিরুদ্ধে এসব বক্তব্য না দিতে অনুরোধ করা হতো। না হলে ছাত্রলীগের ছেলেদের হাতে পিস্তল রয়েছে, তারা যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে বলেও শাসিয়ে যান। তিনি বলেন, বাকশাল কায়েম করল। চারটি সংবাদপত্র ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হলো। তারপর জিয়াউর রহমান এসে সেটাকে মুক্ত করে দিলেন। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। এর মানে হলো আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। আমাদের সতর্ক থাকতে হবে।

Card image

নিউজ সোর্স

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে বললে জীবননাশের হুমকি দেওয়া হতো’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সভা-সমাবেশে বক্তৃতা দিলে ও পত্রিকায় কলাম লিখলে জীবননাশের হুমকি দেওয়া হতো।