জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: রেদোয়ান
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা ১৯৭১ সালে রাজাকার ছিল। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসত। মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিত।