Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নয়াদিল্লিতে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ‘ভগবদ্গীতা’ উপহার দেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি পুতিনের প্রথম ভারত সফর। মোদি এক্সে পোস্ট করে জানান, গীতা বিশ্বজুড়ে লাখো মানুষকে অনুপ্রেরণা দেয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিনকে লালগালিচা সংবর্ধনা ও আলিঙ্গনে স্বাগত জানান মোদি। পরে দুই নেতা একসঙ্গে ব্যক্তিগত নৈশভোজে অংশ নেন, যা পুতিনের গত বছরের আতিথেয়তার প্রতিদান হিসেবে আয়োজিত হয়। শুক্রবার সকালে তাদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে, এরপর রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা ও হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে। পুতিন রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল উদ্বোধন করবেন। রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজে অংশ নিয়ে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

05 Dec 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধের পর প্রথম ভারত সফরে পুতিনকে রুশ ভাষার গীতা উপহার দিলেন মোদি

নিউজ সোর্স

পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনুবাদকৃত গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ একটি পোস্ট দেন মোদি। 
পোস্টে তিনি লেখেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিনকে এক কপি গীতা