Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আজ, আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর, যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে; আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরাইলের উস্কানিমূলক এই ১২ দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি।’ এর আগে, পেজেশকিয়ান বলেন, ইরান ট্রাম্পঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। ইরানের মানুষ আবারও দেখিয়েছে যে সমস্যা ও ক্ষোভ থাকা সত্ত্বেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ১২ দিনের ইসরাইলি আক্রমণের পরও তেহরান তার পারমাণবিক কর্মসূচি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

Card image

নিউজ সোর্স

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত ১৩ জুন শুরু হওয়া এ ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানল ইরানও। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।