Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘যুক্তরাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছিল, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অফিশিয়াল সফর। তাদের বক্তব্যের পরে আমরাও তা নিশ্চিত করি, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠকটি কেন হয়নি, এ মুহূর্তে আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম না। যারা ছিলেন, তারাই হয়তো ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো— মিটিংটি হয়নি।’ উপদেষ্টা বলেন, বৈঠকের ব্যাপারে আমাদের প্রত্যাশা ছিল!

26 Jun 25 1NOJOR.COM

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিশিয়াল’ বলা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

নিউজ সোর্স

যুক্তরাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছিল, এটি অফিশিয়াল সফর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিশিয়াল’ বলা হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।