Web Analytics

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামের ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি বাতিল করা হয়েছে। সেই সাথে জামায়াতে আমির শফিকুর রহমানের ঘোষিত স্বেচ্ছায় আদালত চত্বরে কারাবন্দি হতে যাওয়ার কর্মসূচিও বাতিল করা হয়েছে। কারণ হিসেবে সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ উল্লেখ করা হয়েছে। এর আগে ২১ ফেব্রুয়ারি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন জামায়াতের আমির।

Card image

নিউজ সোর্স

প্রধান উপদেষ্টার কার্যালয়ে জামায়াতের ও আদালত চত্বরে আমিরের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবারের (২৫ ফেব্রুয়ারি) গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।