Web Analytics

তুরস্কের মানিসা শহরে এক স্কুল অধ্যক্ষের হাতে ১৩ বছর বয়সী অটিজমে আক্রান্ত শিক্ষার্থী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষ শিক্ষার্থীকে ডেকে গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন। আহত শিক্ষার্থীকে কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে একা বাড়ি পাঠানো হয়। পরে শিশুটির মা সিসিটিভি ফুটেজ দেখে স্কুল ও আদালতে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, এর আগেও ওই অধ্যক্ষ তার সন্তানের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তুরস্কের অটিস্টিক সংহতি ও অধিকার সমিতি। এ ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষের শাস্তির দাবি উঠেছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

14 Nov 25 1NOJOR.COM

অটিস্টিক শিক্ষার্থীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার ঘটনায় তুরস্কে ক্ষোভ ও আইনি পদক্ষেপ

নিউজ সোর্স

অটিজমে আক্রান্ত শিশুকে সিঁড়ি থেকে ফেলে দিলেন অধ্যক্ষ

ছবিঃ সংগৃহীত
স্কুল থেকে বেরিয়ে আসতেই অটিজমে আক্রান্ত এক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন এক অধ্যক্ষ (প্রিন্সিপাল)। এতে ওই শিক্ষার্থী মারাত্মকভাবে যখম হয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তুরস্কের মানিসা শহরে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগম