দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সচিবালয়ে আন্দোলনকারীরা
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলো আজ সোমবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। পরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভরতরা।