Web Analytics

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আজ বুধবার পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। আগামী রোববার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। এদিকে, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ বইছে। এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Card image

নিউজ সোর্স

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।