Web Analytics

হেফাজতের বিক্ষোভে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কুরআন-বিরোধী ও মুসলমান বিরোধী। শুধু এই প্রতিবেদন নয়, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। আপনারা ক্ষমতায় এসেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে ক্ষমতা থেকে নামাব।’ মুফতি জাবের কাশেমী বলেন, ‘আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে, এটা কোনো নারীবিরোধী সমাবেশ নয়। এরআগে বিভিন্ন রাজনৈতিক দল ইসলাম ও নারীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা মা-বোনদের আশস্ত করতে চাই, ইসলাম নারীদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছে, সর্বচ্চো পর্যায়ের অধিকার দিয়েছে। যারা নারীর নাম ব্যবহার করে নারী-পুরুষ বৈষম্যের মতো আচরণ শুরু করেছে, তাদের বিরুদ্ধে হেফাজতের এই সমাবেশ।’

02 May 25 1NOJOR.COM

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিউজ সোর্স

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে। সমাবেশ সফল করতে ও চার দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।