প্রাইমারি ডিলার নিয়োগের ক্ষমতা পাচ্ছে অর্থ বিভাগ
সরকারি সিকিউরিটিজ কেনাবেচার জন্য প্রাইমারি ডিলার নিয়োগের ক্ষমতা এতদিন বাংলাদেশ ব্যাংকের হাতে ছিল। তবে তা পরিবর্তন করে এখন থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হাতে এ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে প্রাইমারি ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেবে অর্থ বিভাগ। গতকাল অর্থ বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি নতুন নীতিমালা জারি করা হয়েছে।