Web Analytics

উত্তর-পূর্ব সিরিয়া থেকে হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে স্থানান্তর শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক বিবৃতিতে জানায়, সিরিয়ার হাসাকাহ প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে ১৫০ বন্দিকে ইরাকে পাঠানোর মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেন্টকমের তথ্যমতে, সর্বোচ্চ ৭ হাজার আইএসআইএস (দায়েশ) বন্দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হতে পারে।

সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুক্তরাষ্ট্র ইরাকসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে এবং দায়েশ পরাজয়ে তাদের ভূমিকা প্রশংসনীয়। বিবৃতিতে সহযোগী দেশগুলোর সঙ্গে সমন্বয় ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক জানান, সিরিয়ায় ওয়াশিংটনের বর্তমান অগ্রাধিকার জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা জোরদার করা এবং যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না।

22 Jan 26 1NOJOR.COM

সিরিয়া থেকে আইএসআইএস বন্দি ইরাকে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র

নিউজ সোর্স

হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪: ১৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৭
আমার দেশ অনলাইন
উত্তর-পূর্ব সিরিয়া থেকে হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক