Web Analytics

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ২৫ নভেম্বর বুকিত কিয়ারা রিসোর্টের দেওয়ান বিরজায়া হলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল দাতো পাহলোয়ান টিএস শামসুদ্দীন বিন হাজি লুদিন ও তার সহধর্মিণী। শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের পর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের আহ্বান জানান। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ৪০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়ার কর্মকর্তারা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

27 Nov 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

নিউজ সোর্স

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। 
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানী কুয়ালালামপুরের বুকিত কিয়ারা রিসোর্টের দেওয়ান বিরজায়া হলে বাংলাদেশ হাইকমিশন দিবসটি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠানে