‘আমরা জিতলে আর কাঁটাতার থাকবে না’— বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়
রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকারের মুখ ফসকে বেরিয়ে এলো এমন এক মন্তব্য, যা মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে ঝড়ের মুখে ফেলেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নদীয়ার মাটিয়ারি বানপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।