Web Analytics

নেত্রকোণার কলমাকান্দার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বলমাঠ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করে বিজিবির কচুগড়া বিওপির একটি টহল দল। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালালে তিনজন পালিয়ে ভারতে চলে যায়। পরে বিএসএফ তাদের আটক করে স্থানীয় বিজিবির কাছে হস্তান্তর করে।

Card image

নিউজ সোর্স

কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার ৫

নেত্রকোণার কলমাকান্দার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।