পানির অভাবে চাক্তাইয়ের আগুন নিভল তিন ঘণ্টা পর
চট্টগ্রাম নগরে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই এলাকায় আগুনে পুড়ে গেছে একটি করাতকল, দুটি গুদামসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। পানির উৎসের অভাবে চট্টগ্রামের বৃহত্তম এ বাজারে আগুন নেভাতে বেশি সময় লেগেছে।