Web Analytics

ইসরাইলি দখলদার বাহিনীর ফিলিস্তিনের ওপর গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ-টাকসু। বিক্ষোভটি মাদ্রাসার মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর, হোসেন মার্কেট, কলেজগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে এশিয়া পেট্রলপাম্প এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে ও জিএস সাইদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। বক্তারা বলেন, অতিসত্ত্বর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে। বিশ্বের সব মুসলমান একত্রিত হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Card image

নিউজ সোর্স

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা সংসদের বিক্ষোভ

ইসরাইলি দখলদার বাহিনীর ফিলিস্তিনের ওপর চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদ-টাকসু এ বিক্ষোভের আয়োজন করে।