Web Analytics

ভারতে সাম্প্রতিক সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ওড়িশা, বিহার ও কেরালাসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম ও খ্রিস্টানদের ওপর নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর সংঘটিত সহিংসতা বাংলাদেশকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে এবং এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকা, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে তুলে ধরা হচ্ছে, যা ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব ছড়াতে ব্যবহৃত হচ্ছে।

28 Dec 25 1NOJOR.COM

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে তদন্তের আহ্বান জানিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নিউজ সোর্স

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় উদ্বেগ বাংলাদেশের | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৫
স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক সময়ে ভার‌তে সংখ্যালঘু হত‌্যার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছে বাংলা‌দেশ। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের