বিএনপির শেল্টারে আ.লীগ নেতাদের বালু উত্তোলন
দখল-দূষণ আর অবৈধ বালু উত্তোলনে অস্তিত্ব সংকটে পড়েছে নবীগঞ্জে কুশিয়ারা ও শাখা বরাক নদী। দেশে পটপরির্তনের পর স্থানীয় বিএনপি-যুবদলের কতিপয় নেতার ওপর ভর করে আওয়ামী লীগ নেতারাই কুশিয়ারা নদী থেকে অবাধে বালু উত্তোলন করছেন।