গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ‘সুড়ঙ্গ শেষে আলোর রেখা’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ২০ দফা পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে তিনি ‘সুড়ঙ্গ শেষে আলোর রেখা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এও ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট শর্তসাপেক্ষে রাশিয়া এ পরিকল্পনাকে সমর্থন করতে পারে।